অবশেষে খোঁজ মিললো অং সান সু চি’র
কলকাতা টাইমসঃ
সুস্থই রয়েছেন সেনার হাতে বন্দি মায়ানমারের প্রাক্তন সর্বময় কত্রী, অং সান সু চি। সেনা অভ্যুত্থানের পর সেদেশের বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে তিনি গৃহবন্দি রয়েছেন বলে জানা যাচ্ছে। আজ তার শারীরিক কুশলতার কথা দেশবাসীকে জানান তার রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সংবাদ মুখপাত্র কি টো। গত ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে তার কোনো খোঁজ ছিলোনা বিশ্ববাসীর কাছে।
এদিকে, সু চিসহ সেদেশের অন্যান্য শীর্ষকর্তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রসঙ্গত, গত সোমবার সেদেশে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষনেতা সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ বেশ কয়েকজন সাংসদকে আটক করে মায়ানমারের সেনাবাহিনী। দেশের ক্ষমতা নিজেদের হাতে নেয় তারা।