January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দক্ষিণ চীন সাগরে মুখোমুখি অস্ট্রেলিয়া ও চীনের যুদ্ধজাহাজ !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দক্ষিণ চীন সাগরকে ঘিরে আবারও উত্তজনা ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। বিতর্কিত এই অঞ্চলে অস্ট্রেলীয় নৌবাহিনীকে বাধা দেওয়ার অভিযোগ চীনের যুদ্ধ জাহাজের বিরুদ্ধে। অবশেষে সেই ঘটনার কথা স্বীকার করে নিল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রবল বাধা’ দিলেও চীনা নৌবাহিনী ‘ভদ্র আচরণ করেছে।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলীয় যুদ্ধজাহাজগুলো দক্ষিণ চীন সাগর হয়ে ভিয়েতনামের হো চি মিন শহরে ‘শুভেচ্ছা সফরে’ যাচ্ছিল। অস্ট্রেলিয়া বলেছে, সাগরে বিচরণের স্বাধীনতা তাদের অধিকার, এমনকি সেটা যদি দক্ষিণ চীন সাগর হয় তাহলেও। অন্যদিকে গার্ডিয়ান জানিয়েছে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মাসের শুরুতে তাদের তিনটি যুদ্ধজাহাজ এইচএমএএস অ্যানজাক, এইচএমএএস টুউম্বা এবং এইচএমএএস সাকসেসের বাধা পাওয়ার ঘটনাটি স্বীকার করেছে। চীনা নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতিকে ভালোভাবে নেয়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষাবাহিনী দক্ষিণ চীন সাগরে থাকা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই যৌথভাবে নানান কাজকর্ম চালাচ্ছে। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সামরিক মহড়া, শুভেচ্ছা সফরে যাওয়া ও সাগরে নজরদারি অভিযান চালানো সেই কাজেরই অংশ। এত বছর ধরে যেমন করে এসেছে, অস্ট্রেলিয়ার নৌ ও বিমান বাহিনী ভবিষ্যতেও ঠিক তেমনই আন্তর্জাতিক আইন মেনে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

Related Posts

Leave a Reply