রাশিয়ায় মুখের ওপর অ্যালুমিনিয়ামের দরজা বন্ধ করল অস্ট্রেলিয়া
কলকাতা টাইমস :
ইউক্রেনে রাশিয়ার হামলার ২৫তম দিন চলছে। দেশটিতে মস্কোর আগ্রাসনের জেরে রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি সংকট পূরণে ইউক্রেনে ৭০ হাজার টন কয়লা সহায়তা দেবে অস্ট্রেলিয়া। রাশিয়ার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে।
অস্ট্রেলিয়ার পদক্ষেপে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত হবে।
এর আগে রাশিয়ার একাধিক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের অজুহাত দেখিয়ে সেগুলো করেছে স্কট মরিসন সরকার।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর প্রথম দিক থেকেই লড়াইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। এবার মস্কোর জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া।