November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আমেরিকাকে অনুসরণ করবে না অস্ট্রেলিয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আমেরিকাকে অনুসরণ নয়, বরং নিজেদের পররাষ্ট্র নীতিতেই অটল থাকবে অস্ট্রেলিয়া। দেশের পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, ইসরায়েলে থাকা দূতাবাসের ঠিকানা বদলে জেরুসালেমে নিয়ে যাওয়া হবে না। একইসঙ্গে তিনি বলেন, প্যালিস্তিনিদের প্রতি অস্ট্রেলিয়ার সহানুভূতি থাকবেই।

ইসরায়েলের দীর্ঘদিনের দাবি জেরুসালেম শহরকে তাদের রাজধানী বানানোর। একই দাবি প্যালিস্তিন কর্তৃপক্ষের। দুই তরফের সেই দাবি মেনে নেয়নি জাতিসংঘ। তবুও মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন তাদের দূতাবাস জেরুসালেম শহরেই স্থানান্তরিত করা হচ্ছে। এর অর্থ শহরটিকে কূটনৈতিক গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। তারপর থেকেই জেরুসালেমকে ঘিরে ইসরায়েলি সেনা ও প্যালিস্তিনিদের সংঘর্ষ ছড়িয়ে পরে। যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার  নিচ্ছে। সম্প্রতি সেই সংঘর্ষের রেশ ছড়িয়েছে প্যালিস্তিনি অধ্যুষিত অপর এলাকা গাজা শহরে। প্রচুর মানুষের মৃত্যু হয়েছে সেখানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির কিছু নেতা সম্প্রতি অস্ট্রেলিয়ার দূতাবাস জেরুসালেমে নিয়ে যাওয়ার দাবি তোলেন। তারই জবাবে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী জুলি জানান, তেল আবিভ থেকে দূতাবাস সরানো হচ্ছে না। পাশাপাশি, ইসরায়েলের অবস্থানের সমালোচনাও করেছেন তিনি।

 

Related Posts

Leave a Reply