মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী !
কলকাতা টাইমসঃ
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলো অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দেয় তাঁরা। ম্যাচের সেরা হন গার্ডনার।
অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দলের পক্ষে গার্ডনার ৩৩ ও ম্যাক ল্যানিং অপরাজিত থাকেন ২৮ রানে। এছাড়া হেলি ২২ ও মুনি করেন ১৪ রান। এর আগে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ডের মেয়েরা। ড্যানিয়েল ওয়াট ৪৩ ও নাইটের ২৫ ছাড়া কেউ করতে পারেননি ৬ রানের বেশি। অস্ট্রেলিয়ার পক্ষে ২২ রানে ৩ উইকেট নেন।
এর আগে অস্ট্রেলিয়ার মেয়েরা ২০১০, ২০১২ ও ২০১৪ সালে এই ফরম্যাটে শিরোপা জিতে। আর কোনো দল যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার চ্যাম্পিয়ন! যদিও ছেলেরা ছয়বার অংশ নিয়েও এখন পর্যন্ত একবারও শিরোপা জিততে পারেনি। ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু মেয়েদের দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ধরা–ছোঁয়ার বাইরে।