বোল্টের সঙ্গে কোনোরকম বাণিজ্যিক চুক্তিই করলো না অস্ট্রেলিয়ান ক্লাব
কলকাতা টাইমসঃ
অ্যাথলেটিকস থেকে ২০১৭ সালে অবসর নিয়েছিলেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। বিশ্বের প্রাক্তন এই দ্রুতমানবের ইচ্ছে ছিল পেশাদার ফুটবলের সাথে যুক্ত হবেন। তবে তার এই ইচ্ছে পূরণের পথ খুব একটা মসৃণ হচ্ছে না।
বরুসিয়া ডর্টমুন্ডসহ কয়েকটি ফুটবল ক্লাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর ‘অনির্দিষ্টকালের জন্য প্রশিক্ষণ নিতে’ গত আগস্টে যোগ দেন অস্ট্রেলিয়ার একটি ক্লাবে। সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স নামের ওই ক্লাবের অনুশীলন দলে ছিলেন প্রায় আট সপ্তাহ। ওই ক্লাবের প্রীতি ম্যচে দুটি গোলও করেছেন ৩২ বছর বয়সী বোল্ট। কিন্তু ওই দুই গোল বোল্টকে মূল দলে জায়গা করে দিতে পারেনি।
মরসুম শুরুর পর তাই কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। ক্লাবটি শেষ পর্যন্ত আট বারের অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন বোল্টের সঙ্গে বাণিজ্যিক কোনো চুক্তিতে যায়নি। বোল্টও ক্লাবটি ছেড়ে দিচ্ছেন বলে খবর। শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।