ভারতীয় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিও কোচ, আইপিএল-ই তার কাছে ভারতের সাফল্যের কারণ
নিউজ ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও প্রোটিয়াদের বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আর তারই জের ধরে ভারতীয় বোলারদের প্রশংসায় ভাসালেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন। তার মতে, ‘ভারতীয় বোলাররাই সিরিজের শেষ ম্যাচে পার্থক্য গড়ে দিল।’
গিবসন বলছেন, ‘তার দলে ডালার মতে তরুণ পেসার কেপ টাউন টি-টোয়েন্টিতে দুরন্ত বোলিং করলেও অনন্য পেসাররা ধারাবাহিকতা দেখাতে পারেনি’। সঙ্গে যোগ করেন, ‘শেষ কয়েকবছরে আইপিএল থেকে ম্যাচ উইনার উঠে আসছে। ভারত আইপিএল থেকে অনেক উপকৃত হচ্ছে। ভারতীয় বোলারদের সাফল্য লুকিয়ে রয়েছে আইপিএলে। ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার আইপিএল থেকেই অনেক অভিজ্ঞতা পেয়েছে।’