February 24, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জন্ম অস্ট্রেলিয়ায়, শায়িত হলেন ভারতে, ইচ্ছেতেই শেষকৃত্য

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মার এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি। দ্বিজেন্দ্রলাল রায় যেমনটা লিখেছিলেন, ঠিক তেমনটা না হলেও দেশের প্রতি অস্ট্রেলিয়ার এক ব্যক্তির ভালবাসা বার বার এই গান মনে করিয়ে দেবে। জন্ম অস্ট্রেলিয়ায় হলেও ভারত তাঁর মনে-প্রাণে। তাই মৃত্যুর পর শায়িত থাকতে চেয়েছিলেন এদেশেতেই। আর ঘটনাচক্রে তাঁর মৃত্যুও হয় এদেশেই। বাকিটা কেমন যেন ইচ্ছের সঙ্গে মিলে গেল।

অস্ট্রেলিয়ার ৯১ বছর বয়সি ডোনাল্ড স্যামস। সময় হাতে পেলেই এদেশে ঘুরতে আসতেন দলবল নিয়ে। কখনও একাও এসে এদিক ওদিক ঘুরতেন। যতবারই দেশে ফিরে যেতেন, সঙ্গে নিয়ে যেতেন একগুচ্ছ স্মৃতি। যার পাতা ওল্টাতে গিয়েই বাড়ির লোককে বলতেন, ‘মারা গেলে আমার দেহ ভারতে রেখে দিও। সেখানেই শান্তিতে থাকতে চাই।’

সম্প্রতি ১২ নম্বর বার ভারতে এসেছিলেন তিনি। ৪২ জনকে নিয়ে ভারত ভ্রমণ দুর্দান্ত হল না ফিকে থেকে গেল, তা বলা মুশকিল। কারণ মৃত্যু সবসময়ই দুঃখজনক, যদিও এ মৃত্যুই বোধহয় তিনি চেয়েছিলেন।

প্রতিবারের মতো এবারও প্রথমে কলকাতায় এসে তারপর ক্রুসে করে বিহার যাচ্ছিলেন। সুলতানগঞ্জ থেকে পটনা যাওয়ার সময় ক্রুসে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই মৃত্যু হয়। ক্রুস থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অস্ট্রেলিয়ার নাগরিকের মৃত্যু, ফলে স্থানীয় প্রশাসনের তরফে খবর দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। তারা বিষয়টি অস্ট্রেলিয়ার দূতাবাস জানায়। দূতাবাস থেকে স্যামসের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরাই জানান, স্যামসের ইচ্ছে মতো ভারতে কবর দেওয়া হবে ক্রিস্টান নিয়ম মেনে। মুঙ্গেরেই থেকে যাবেন তিনি।

Related Posts

Leave a Reply