January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ভারতীয় তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক ভারতীয় তরুণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাক্সওয়েল। তরুণীর নাম ভিনি রমন। যদিও বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা এই ভারতীয় সুন্দরী। প্রায় দু’বছর ধরে তাদের প্রেম পর্ব চলছে।অস্ট্রেলিয়ান ক্রিকেট মহল তাকে ম্যাক্সি নামেই চেনে। এর আগে আরেক প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন টেইটও বিয়ে করেছেন এক ভারতীয়কে। ২০১৪ সালে আইপিএল খেলার সময় এক পার্টিতে টেইটের সঙ্গে মাসুম সিনহার পরিচয় হয়। ২০১৭ সালে মুম্বাইতে ভারতীয় প্রথা মেনে বিয়ে হয় দু’জনের।

ভারতীয় মেয়েদের প্রতি বিদেশি ক্রিকেটারদের আকর্ষণ অবশ্য নতুন নয়। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি বিয়ে করেছেন ভারতীয় নারী সামিয়া আরজুকে। হরিয়ানার মেয়ে সামিয়া একটি বিমান সংস্থায় কাজ করতেন। তারও আগে পাক ক্রিকেটের তারকা শোয়েব মালিক বিয়ে করেছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার মুথাইয়া মুরলীধরনও বিয়ে করেছেন চেন্নাইয়ের মাধিমালার রামামূর্তিকে। সেই ২০০৫ সালে।

Related Posts

Leave a Reply