৪৮ বছর আগে চুরি যাওয়া নটরাজ মূর্তি ভারতকে ফেরাবে অস্ট্রেলিয়ার আর্ট গ্যালারি
কলকাতা টাইমসঃ
৪৮ বছর আগে চুরি যাওয়া ৫০০ বছরের পুরোনো একটি নটরাজ মূর্তি ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো অস্ট্রেলিয়ার একটি আর্ট গ্যালারি কতৃপক্ষ। মূর্তিটি তামিলনাড়ুর তিরুনেলভেলির কাল্লিডাইকুরিচি মন্দির থেকে চুরি হয়ে গিয়েছিল। এরপর ২০০১ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে অবস্থিত আর্ট গ্যালারি অব সাউথ অস্ট্রেলিয়ায় মূর্তিটি ঠাঁই পায়। ইউরোপের এক সংগ্রাহকের কাছ থেকে ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার টাকায় গ্যালারি কর্তৃপক্ষ মূর্তিটি কিনেছিল।
ব্রোঞ্জের তৈরী মূর্তিটির ১০০ কেজি ওজনের, উচ্চতা ৭৬ সেমি। ২০১৬ সালে মূর্তি চোরাই পথে তাদের হাতে এসেছিল বলে স্বীকার করে ওই গ্যালারি কর্তৃপক্ষ। পরে মূর্তিটি ভারতের বলে শনাক্ত হওয়ার পর সেটি ফেরাতেউদ্যোগী হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দে তারা। সেই সব খতিয়ে দেখেই এবার মূর্তি ফেরানোর সিদ্ধান্ত নিলো গ্যালারি কতৃপক্ষ।