যৌন নিপীড়ণের মামলায় আদালতে তোলা হলো অস্ট্রেলিয়ার প্রবীণতম ক্যাথলিক ধর্মগুরু জর্জ পেলকে
নিউজ ডেস্কঃ
পোপ ফ্রান্সিসের সহযোগী ও ভ্যাটিকানের কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেলকে আদলতে বিচারের সম্মুখীন হতে হলো। যৌন নিপীড়ন মামলায় আদালতের মুখোমুখি হয়েছেন ৭৬ বছরের জর্জ পেল। অস্ট্রেলিয়ার সবচেয়ে জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মগুরু জর্জ পেল। ভ্যাটিকানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার এক আদালতে তিনি মামলার শুনানিতে অংশ নেন বলে জানা গেছে। কার্ডিনাল পেল -এর বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তবে, পেল বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে, মঙ্গলবার বিচারক বেলিন্ডা ওয়েলিংটন রায়ে বলেন, পেলর বিরুদ্ধে আনা প্রায় অর্ধেক অভিযোগের ওপর ভিত্তি করে বিচারকার্য শুরু করা হচ্ছে। ‘কান্ট্রি কোর্ট অফ ভিক্টোরিয়া’য় ১২ সদস্যের জুরির সামনে কার্ডিনাল পেল এর বিচারকার্য শুরু হবে। প্রসঙ্গত, কার্ডিনাল পেলকে পুলিশি নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয়। তিনি নিজের দেশে এই মামলা লড়ার জন্য গত বছর ভ্যাটিকান থেকে ছুটি নেন।