অস্ট্রেলিয়ার দাবানল গ্রাস করবে গোটা বিশ্বকে !
কলকাতা টাইমসঃ
আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার দাবানল। এবার শুরু হয়েছে নতুন উপদ্রব। এবার ধোঁয়ার সঙ্গে যুদ্ধ শুরু করলো অস্ট্রেলিয়ায়। সবচেয়ে ভয়ংঙ্কর বার্তা হলো, এই যুদ্ধে নাকি সামিল হতে হবে গোটা বিশ্বকে। এক টুইট বার্তায় নাসা জানাচ্ছে, ইতিমধ্যেই দাবানলের ধোঁয়া অর্ধেক পৃথিবী গ্রাস করেছে। এর প্রভাবে বায়ু দূষিত হয়ে পড়েছে।
গত ৮ জানুয়ারি দাবানলের ধোঁয়া দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। নাসা জানিয়েছে, দাবানলের ধোঁয়া দূষিত করেছে নিউজিল্যান্ডের আকাশও। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০,০০,০০০ বর্গকিলোমিটার বন পুড়ে খাক। ধ্বংস হয়েছে প্রায় ২ হাজারেরও বেশি বাড়িঘর। আর ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর দায়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।