৩০০ কোটি প্রাণীর প্রাণ কেড়েছে অস্ট্রেলিয়ার সেই ভয়াবহ দাবানল
কলকাতা টাইমসঃ
করোনা নামক অতিমারী তখনও বিশ্বজুড়ে থাবা বসায়নি। তার কিছুটা প্রাক্কালেই ঘটে যায় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা। সাম্প্রতিক ক সমীক্ষা বলছে, অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া সেই ভয়াবহ দাবানলের ফলে প্রায় ৩০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে!কেবলমাত্র নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়াতেই প্রায় ১০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ওই দাবানলের ফলে প্রায় ১,১৫০০০ বর্গ কিলোমিটার বনাঞ্চল পুড়ে ছারখার হয়ে যায়।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্যোগে করা এই সমীক্ষায় দেখা গেছে, এই দাবানলে প্রায় ১৪ কোটি ৩০ লক্ষ স্তন্য প্রাণী, ২৪৬ কোটি সরীসৃপ, ১৮ কোটি পাখি এবং ৫ কোটি ১০ লক্ষ ব্যাঙ জাতীয় প্রাণীর মৃত্যু হয়েছে।