জনপ্রিয় চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার দেওয়ার পরিকল্পনা স্থগিত করলো কর্তৃপক্ষ
কলকাতা টাইমসঃ
বিশ্বব্যাপী বিতর্কের মুখে জনপ্রিয় চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার দেওয়ার পরিকল্পনা স্থগিত করলো কর্তৃপক্ষ। তবে এই ব্যাপারটি নিয়ে সমালোচকরা ভুল বুঝেছেন বলে দাবি করেছেন অ্যাকাডেমি অব মোশন ফিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রেসিডেন্ট জন বেইলি। তার দাবি, বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পের পরিবর্তনের কথা তুলে ধরতেই এই ক্যাটাগরি চালু করা হয়েছিল।
তবে অ্যাকাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করবে। গত মাসে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন পপুলার ফিল্ম’ নামের ওই নতুন ক্যাটাগরিটি চালু করা হয়। কিন্তু কোন মানদণ্ডের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হবে তা না জানানোর ফলে, শুরুতেই বিতর্ক শুরু হয় এই সিদ্ধান্তকে ঘিরে।
জন বেইলি বলেন, ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য এই ক্যাটাগরিটি চালু করা হয়নি। বরং ব্যবসায়িক সাফল্যকে ছাপিয়ে একটি সফল ছবিকে স্বীকৃতি দেয়ার জন্য এই পদকের কথা ভাবা হয়েছিল। যেগুলো তৈরি করতে বেশ কষ্ট স্বীকার করতে হয়েছে।