আত্মজীবনীর মূল্য ৩৭২ কোটি
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বয়স ৪০ ছুঁইছুঁই। ছয় সন্তানের মা। কিছুদিন আগেই ‘বক্ষ অপসারণ’ করেছেন। তারপরেও অ্যাঞ্জেলিনা জোলির আবেদন কমেনি এতটুকু। তার বিষয়ে জানতে আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর। তাই রেকর্ড পরিমাণ মূল্য প্রায় ৩৭২ কোটি টাকায় বিক্রি হচ্ছে তার জীবনী। জোলির জীবন কাহিনীর স্বত্ত্বাধিকার কেনার দৌড়ে হুড়োহুড়ি লেগেছে আমেরিকান নামিদামি প্রকাশকদের মধ্যে। সর্বোচ্চ দাম উঠে এসেছে তিন কোটি ১০ লাখ পাউন্ড। যার বাংলাদেশী মূল্য ৩৭২ কোটি টাকা। আমেরিকার একজন প্রকাশকের উদ্ধৃতি দিয়ে রোববার বৃটিশ পত্রিকা ডেইলি স্টার জানায়, যিনি অ্যাঞ্জেলিনা জোলির জীবনী প্রকাশের সম্মতি পাবে, ধরে নিতে হবে সে এখন স্বর্ণের খনির ওপর বসে আছে। কারণ প্রকাশিত হওয়ার পরপরই বইটি যে বিশ্বের সব দেশে সর্বাধিক বিক্রির তালিকায় থাকবে তা নিশ্চিত। জোলির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, জোলি এখন তার জীবন সম্পর্কে বিশ্বকে জানাতে প্রস্তুত। তিনি সবসময় এটা করতে চেয়েছেন।