November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এবার কি ক্রিকেট প্রশাসনে আসতে চলেছেন আজাহার উদ্দিন ?

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদন: শাপমুক্তি হতে চলেছে মহম্মদ আজহারউদ্দিনের। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে লড়াই করতে আর কোনও বাধা নেই প্রাক্তন ভারত অধিনায়কের। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, আইসিসি বা বিসিসিআইয়ের যে কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আজহার।

অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আজহারের বিরুদ্ধে বিসিআইয়ের আজীবন নির্বাসনের ফরমান ইতিমধ্যেই বাতিল করেছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেনি সিবিআই। বোর্ড সূত্রে খবর, আজহারের সব পাওনাগন্ডা মিটিয়ে দেওয়া হবে। এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ডের পরবর্তি সাধারণ সভায়।

আজহারের ক্রিকেট প্রশাসক সংগঠনের নির্বাচনে লড়াই করার বিষয়টি সামনে আসে ২০১৭ সালে। সে সময় তিনি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে লড়তে চেয়েছিলেন। এরপর, গত জানুয়ারিতে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অতিরিক্ত চেয়ারম্যান প্রকাশ জৈন বিসিসিআইয়ের কাছে জানতে চান, অজহার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনও নির্বাচনে লড়াই করতে পারবে কিনা।

সে সময় বিসিসিআই-এর আইনি পরামর্শদাতা ছিলেন আদর্শ সাক্সেনা। তিনি বিসিসিআইয়ের সিইওকে একটি চিঠিতে এনিয়ে তাঁর মতামত জানান।
সাক্সেনা লেখেন, আদালতের নির্দেশ অনু‌যায়ী, আজহারউদ্দিন বিসিসিআই বা আইসিসি-র কোনও নির্বাচনে লড়াই করতে বাধা দেওয়া ‌যায় না। কারণ, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়কে ক্রিকেট বোর্ড চ্যালেঞ্জ করেনি। ফলে, আজহারের নির্বাচনে লড়াই করতে কোনও বাধা নেই।

 

Related Posts

Leave a Reply