January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জেনে নিন, বাবা ভাঙা কাদের বলে গেছেন ইউরোপের রাজা, 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হু দশক আগের তাঁর ভবিষ্যৎবাণী আজও মাইল গিয়েছে হুবহু।  তিনি বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভাঙ্গা,  ‘এযুগের নস্ত্রাদামুস’ বলা হয় তাঁকে।  তাঁর ভবিষ্যৎবাণী সে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হোক বা কমিউনিস্ট জমানার অবসান, ১৯৮৬ সালে চেরনোবিলে পারমাণবিক বিপর্যয় হোক বা সোভিয়েত প্রধান জোসেফ স্ট্যালিনের মৃত্যু থেকে শুরু করে ৯/১১র টুইন টাওয়ারে জঙ্গি হামলা, ২০০৪ সালের ভয়াবহ সুনামি সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে আততায়ী হামলা সবই বাস্তবে পরিণত হয়েছে তাঁর মৃত্যুর বহু বছর পর।  এমনকি নিজের মৃত্যুর দিনও আগে থেকে জানিয়ে রেখেছিলেন তিনি। ঠিক সেই দিনেই ১৯৯৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  চোখে দেখতে পেতেন না বাবা ভাঙ্গা। তবে এখানেই তাঁর ভবিষ্যৎবাণী শেষ হয়ে যায়নি এরপর রয়েছে , গোটা দুনিয়ায় ২০৭৬ সালে কমিউনিস্ট শাসন কায়েমের মত কথাও। সেই ভবিষ্যৎবাণী নিয়েই এবার উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। কারণ ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন, ইরান-ইজরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য।

বাবা ভাঙ্গার পরবর্তী ভবিষ্যদ্বাণী হল, ২০২৫ সাল থেকেই পৃথিবীর বিনাশ শুরু হবে। তার ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছর থেকে পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা।  তার পরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন।

তবে শুধু যুদ্ধ শুরু হওয়া নয় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ারও ইঙ্গিত দিয়ে গিয়েছেন নসট্রাদামুস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দুই দেশই যুদ্ধ করে ক্লান্ত হয়ে গিয়ে হার মানবে। তবে এই শান্তি ক্ষণস্থায়ী হবে। একইসঙ্গে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন।

Related Posts

Leave a Reply