পাকিস্তানের অধিনায়ক হিসেবে জাভেদ মিয়াঁদাদের পছন্দ বাবর আজম
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপের পারফর্মেন্স নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে পাকিস্তানের ক্রিকেট মহলে। দলের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদের ওপর থেকে নেতৃত্বের বোঝা কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইতিমধ্যেই নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক পদত্যাগ করেছেন। এবার পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে নিয়ে আসার প্রস্তাব দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ।
তার মতে, বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান বাবর আজম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি সহ করেছেন ৪৭৪ রান। মিঁয়াদাদ মনে করেন, এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর এবং দীর্ঘ সময় তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেককিছুই দিতে পারবেন। তিনি বলেন, ‘দলের নেতৃত্ব দিতে আমাদের একটি নতুন মুখ নিয়ে আসা দরকার।’