৮ বছরের বালককে বাবর আজমের খোলা চিঠি  – KolkataTimes
February 26, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

৮ বছরের বালককে বাবর আজমের খোলা চিঠি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

পাক অধিনায়ক বাবর আজমের একটি টুইট এই মুহূর্তে ক্রীড়াপ্রেমীদের হৃদয় জয় করেছে। সেই টুইটে ৮ বছরের এক খুদের উদ্যেশ্যে বাবর লিখছেন – ‘স্নেহের হারুন সুরিয়া, সালাম। অশেষ ধন্যবাদ আমাদের এতো ভালো একটা চিঠি লেখার জন্য। আমি তোমার ক্ষমতায় বিশ্বাসী। তোমার ফোকাস থাকলে, কঠোর পরিশ্রম এবং বিশ্বাস দিয়েই তুমি সব জিতবে। তুমি তোমার অটোগ্রাফ পেয়ে যাবে। তবে আমাদের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তোমার অটোগ্রাফ নিতে আমার তর সইছে না।’

জানা যাচ্ছে, সেমিফাইনালে হারের পরে বাবর আজমের এক খুদে ভক্ত হারুন সুরিয়া একটি খোলা চিঠি দেয় তাঁকে। সে লেখে, ‘প্রিয় পাকিস্তান দল, তোমাদের জন্য আমি গর্বিত। বাবর আজম আমি তোমাকে ভালোবাসি। সবাই খুব ভালো খেলেছো। খুব ভালো ব্যাটিং, বোলিং করেছো। আমি গর্ব অনুভব করেছিলাম। নার্ভাসও ছিলাম। ভয়ও পেয়েছিলাম। আমি ভবিষ্যতে যখন অধিনায়ক হবো, তখন আমরা জিতবো। আমি সেই সময় তোমার দলকেও আমন্ত্রণ জানাবো। একসাথে আমরা জিতবো। ফাইনালে যাবো।’ একইসঙ্গে খুদের আবেদন, ‘স্নেহের বাবর দয়া করে একটা কাগজে দলের সমস্ত সদস্যের স্বাক্ষর নিয়ে সেটা কি তুমি আমার বাড়িতে পাঠাবে!’

Related Posts

Leave a Reply