November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রামমন্দির নির্মাণের জন্য ‘সোনার ইট’ দিতে চাইলেন বাবরের বংশধর !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

যোধ্যায় জোর কদমে চলছে রামমন্দির নির্মাণের প্রস্তুতি। আগস্টের প্রথম সপ্তাহেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা। এবার সেই রামমন্দির নির্মাণে সোনার তৈরি ইট দেওয়ার আবেদন জানালেন স্বঘোষিত মোঘল বংশধর বলে দাবি করা প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন তুসি নামের  ব্যক্তি। বিজেপির চিরাচরিত দাবি ছিলো, রামমন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করা হয় মোঘল সম্রাট বাবরের আমলে।

কিছুটা এই ঘটনার প্রায়শ্চিত্ত হিসেবেই মোঘল সম্রাটের উত্তরাধিকারী হিসেবে তিনি এই সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন প্রিন্স ইয়াকুব। তার বক্তব্য, ‘মন্দির নির্মাণের জন্য আমার এক কেজি ওজনের সোনার ইট তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই ইট আমি তুলে দিতে চাই।’

Related Posts

Leave a Reply