November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

হন্যে হয়ে কাজ খুঁজছেন বাইজু ও পেটিএমের হাজার হাজার কর্মী

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

র্থিক অনিয়মের জেরে ইডির স্ক্যানারে পেটিএম তথা বাইজুর মতো দুই সংস্থা৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর পেটিএম ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হয়েছে৷ বাইজুর গত বছর থেকে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে৷ আর এই অভিযোগের পরেই বেজায় সমস্যায় এই দুই সংস্থার কয়েক হাজার কর্মী৷ কিন্ত্ত সংস্থার অস্থিরতার জেরে এই দুই সংস্থার অনেক কর্মীই নতুন কাজের সন্ধান করছেন৷
এই দুই সংস্থার প্রায় সাডে় ১৩ হাজার কর্মী কাজ খুঁজছেন বলে জানা গিয়েছে৷ বাইজুর প্রায় ৭ হাজার কর্মী এবং পেটিএমের সাডে় ৬ হাজার কর্মী কাজের খোঁজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে৷ বুধবার থেকেই পেটিএমের বিরুদ্ধ তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোন বিষয় তদন্ত করতে হবে, তা নিয়ে ইডি-কে সূত্র দিয়েছে আরবিআই৷ সেই নির্দেশনা মতো পেটিএমের থেকে নথি চেয়ে পাঠিয়েছে ইডি৷
কিন্ত্ত এই সব জটিলতার মধ্যেই ওই দুই সংস্থার কর্মীদের মধ্যে কাজ হারানোর ভয় চেপে ধরছে৷ দুই সংস্থার ব্যবসা ধাক্কা খেতেই ছাঁটাই শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে৷ এমনিতেই কাজের বাজার যথেষ্ট মন্দা৷ তার মধ্যে কাজ হারালে চাকরি পাওয়া মুখের কথা নয়৷ তাই আগেভাগে চাকরি খুঁজতে শুরু করেছেন বাইজু ও পেটিএমের কর্মীরা৷

Related Posts

Leave a Reply