সেন্সিটিভিটিতেই বাজিমাত: নোবেল পেলেন মার্কিন কবি
কলকাতা টাইমসঃ
প্রথম মার্কিন মহিলা কবি হিসেবে এবছর নোবেল পুরস্কার জিতে নিলেন লুইস গ্লাক। দীর্ঘ ২৬ বছর পর কোনো মার্কিন কবি এই পুরস্কার পেলেন। এর আগে ১৯৯৩ সালে টনি মরিসন এই পুরস্কারে ভূষিত হন।
১৯৪৩ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন লুইস। পরবর্তীকালে সারা লরেন্স কলেজ, উইলিয়াম কলেজ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। কৌশলের অভিনবত্ব, এবং স্পর্শকাতরতা তার কবিতার অঙ্গ। কবিতাকে অন্য রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অচিরেই বিখ্যাত হয়ে ওঠেন লুইস। ‘দ্য ট্রায়াম্ফ অব একিলিস’ কাব্যগ্রন্থের জন্য লুইস গ্লাক ‘ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল’ পুরস্কার পান।