আমাজনে গণহত্যা চালানোর অভিযোগে বালাসোনারর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা
কলকাতা টাইমসঃ
আন্তর্জাতিক আদালতে ব্রাজিলের প্রেসিডেন্টে জাইয়া বালাসোনারর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হলো। তাতে বলা হয়েছে, আমাজনে বসবাসকারী জনজাতিগুলিকেও শেষ করে দেওয়ার চেষ্টা করছেন বালরেসনা। তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হচ্ছে। একেই গণহত্যা বলে উল্লেখ করেছেন আমাজনের বাসিন্দারা।
আমাজনের প্রায় সমস্ত জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে তৈরি হয়েছে এপিআইবি নামে একটি সংগঠন। তারাই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। অভিযোগ, আমাজনের বাসিন্দাদের তিনি চিড়িয়াখানার জন্তুদের সঙ্গে তাদের তুলনা করেছেন। এখানকার জনগোষ্ঠীর জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছেন প্রেসিডেন্ট।
এপিআইবি’র অভিযোগ, খনির মালিকরা তাদের এলাকায় এসে কাজ করতে গেলে সংঘর্ষে আমাজনের জনগোষ্ঠীর বহু মানুষের মৃত্যু হয়। যার দায় বলসোনারোকে নিতে হবে। সে কারণেই তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।২০১৯ সালে শিল্পপতিদের স্বার্থে আমাজনে আগুন লাগিয়ে অরণ্য ধ্বংস করার অভিযোগ উঠেছিল ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে।