দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি
কলকাতা টাইমসঃ
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার এবং সেদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগেই সেদেশের সাংসদ হিসাবেও নির্বাচিত হয়েছেন তিনি। আজ থেকে প্রায় ১৪ দিন আগে গত ২০ জুন মাশরাফির শরীরে প্রথম করোনা পজিটিভ হয়। ওই মাসের শেষেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।
প্রসঙ্গত, গত ২৩ জুন এই ক্রিকেটারের ছোট ভাই মোরসালিন বিন মুর্তজারও করোনা ধরা পড়ে। তার কিছুদিন আগে মাশরাফির শ্বাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মাশরাফির চিকিৎসার তথ্যাবধানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।