রূপে-গুনে ভারত মাতালো বাংলাদেশের ইলিশ – KolkataTimes
May 3, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ওপার বাংলা ব্যবসা ও প্রযুক্তি

রূপে-গুনে ভারত মাতালো বাংলাদেশের ইলিশ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
হু প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ইলিশবোঝাই লরি কলকাতায় প্রবেশ করে। আর বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি বাজারে শুরু হয়েছে মাছের বেচাকেনা। সেখান থেকে অন্যান্য খুচরা বাজারে যাবে মাছ।

২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। তবে ২০১৯ সাল থেকে আবার পূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার কথা রয়েছে।

বুধবার রাতে পদ্মার ইলিশভর্তি গাড়ি হাওড়ার পাইকারি মাছের বাজারে প্রবেশ করে। বেশির ভাগ মাছের ওজন এক কেজি বা তার বেশি। নিলামের পর মাছের দাম ঠিক হবে বলে জানা গিয়েছে।

এক ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত উঠতে পারে। এ বছর ইলিশের আমদানি ছিল অনেক কম। যেটুকু পাওয়া গিয়েছিল, তার অধিকাংশই ছিল খোকা ইলিশ। বাংলাদেশ থেকে ইলিশ আসায় বড় ইলিশের ঘাটতি মিটবে বলে আশা ওই ব্যবসায়ীর।

Related Posts

Leave a Reply