December 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অকৃতজ্ঞ  বাংলাদেশের এই কথা শুনলে মাথা গরম হয়ে যাবে, বললো পাকিস্তান…

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে জলঘোলা শুরু হয়েছে বাংলাদেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ইউনুস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল-সহ একাধিক ব্যক্তির অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব ভারতের সেনা বাহিনীকে দিয়েছেন।

হাসনাত আবদুল্লাহর বক্তব্য, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করতে চাননি। আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ। ভারতীয় সেনা তাতে সাহায্য করেছে মাত্র। কোনও অবস্থাতেই সেটা ভারতের যুদ্ধ ছিল না।

প্রধানমন্ত্রী মোদী বিজয় দিবস নিয়ে নতুন কোনও কথা বলেননি। প্রতিবারই তিনি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের শহিদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন তাঁদের অবদান। সেই পুরনো ও চেনা প্রতিক্রিয়া নিয়েই জলঘোলা শুরু হয়েছে বাংলাদেশে।

ওয়াকিবহাল মহল মনে করছে, জমানা বদলই এর একমাত্র কারণ। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তাদের সহযোগীরা কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করছে।

অথচ, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনার অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস একটি শব্দও উচ্চারণ করেননি।

প্রধানমন্ত্রী সোমবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজয় দিবসে, সেই নির্ভীক সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে প্রশংসনীয় অবদান রেখেছিলেন।’

Related Posts

Leave a Reply