ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী
রুদ্র নামে এক স্কুল ছাত্র মোবাইলে নওশাবাকে জানায় সেখানকার জিগাতলায় দুই ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এরপরই উত্তরার একটি শ্যুটিংস্পট থেকে ফেসবুক লাইভ করেন তিনি। এই ঘটনায় সবাইকে রাস্তায় নেমে আসারও আহ্বান জানান নওশাবা। মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিষয়টি র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন কাজী নওশাবা আহমেদ। রাতে র্যাব সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং -এর পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, জিগাতলার ঘটনা নিয়ে নওশাবা ফেসবুক লাইভ করলেও ঘটনাস্থলে তিনি ছিলেন না। ছিলেন উত্তরার একটি শুটিং স্পটে। সেখান থেকেই মোবাইলফোনে আসা খবরে তিনি ফেসবুক লাইভে যান। তিনি ফোনে যা শুনেছেন তাই ফেসবুক লাইভে ছড়িয়ে দিয়েছেন। তার সেই গুজব মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যে কারণে দ্রুত গুজব আরও ছড়িয়ে পড়ে।