প্রতিপক্ষ ভারতের থেকেও বাংলাদেশী ক্রিকেটাররা বেশি চিন্তিত আম্পেয়ারকে নিয়ে
কলকাতা টাইমসঃ
আগামী ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।এই ম্যাচেই থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। প্রতিপক্ষ ভারতের থেকেও বাংলাদেশী ক্রিকেটাররা বেশি চিন্তিত এই আম্পেয়ারকে নিয়ে। যদিও সেদিন মাঠে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রুচিথা পালিয়াগুরুগে এবং মরিস ইরাসমাস।
শেষ বিশ্বকাপে ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব ছিলেন আলিম দার। সেইবার তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। ম্যাচটি হেরে গিয়েছিল বাংলাদেশ। গত সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচে তার বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করছেনসে দেশের সমর্থকরা।
লিটন দাসের আউটের সিদ্ধান্ত নিয়ে থার্ড আম্পায়ার আলিম দারের কাছে গিয়েছিলেন মাঠে থাকা আম্পায়ারেরা। সেই আউটটিকে মেনে নেয়নি বাংলাদেশের সমর্থকেরা। তাঁদের দাবি আফগান ফিল্ডার হাসমতুল্লাহ ক্যাচ নেওয়ার আগে তা মাটি ছুয়েছিলো।