বাংলাদেশী বিমান দুর্ঘটনায় হাসপাতালে মৃত ৭, এখনো খোঁজ নেই ৪২ জন যাত্রীর
নিউজ ডেস্কঃ
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর বলেন, ২৫ জনতে কাঠমুন্ডু মেডিকেল কলেজ ও সিনামঙ্গল টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। এখনো খোঁজ নেই ৪২ জন যাত্রীর। কাঠমুন্ডুতে ৭৬ আসনের যাত্রীবাহী বাংলাদেশী বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।জানা গেছে, বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন।
আপাতত সেনাবাহিনী উদ্ধারের কাজ চালাচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুরেশ আচারিয়া বলেছেন, প্রথমে ১৭ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলার বিমানে থাকা ৪২ যাত্রীর খবর এখনো জানা যায়নি। হিমালয়ান টাইমস জানিয়েছে, বিমানটিতে ৬৭ যাত্রী ও চার জন ক্রু সদস্য ছিলেন।