November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভুলের ১৭ কোটি ডলার কোম্পানি থেকে পেতে ঘাম ছুটছে ব্যাংকের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মেরিকার ব্যাংকিং জায়ান্ট সিটিগ্রুপ ভুল করে গ্রাহকদের বেশ কয়েকটি অ্যাকাউন্টে ৯০ কোটি ডলার ট্রান্সফার করে। তবে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন গ্রাহক তাদের কাছে যাওয়া অর্থ ফেরত দিলেও ঋণদাতা প্রতিষ্ঠান হেজ ফান্ড ব্রিজ এখনও তাদের অ্যাকাউন্টে যাওয়া ১৭ কোটি ৬০ লাখ ডলার ফেরত দেয়নি।

ভুলে স্থানান্তরিত হওয়া বিপুল পরিমাণ ওই অর্থ উদ্ধারের লক্ষ্যে মার্কিন ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে সিটিগ্রুপ। করোনায় ধুকতে থাকা প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানি র‌্যাভলন ইনকরপোরেশনের কাছে অর্থ উদ্ধার নিয়ে বিপাকে পড়েছে ব্যাংকটি।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণের সুদের অংশ হিসেবে হেজ ফান্ড ব্রিজকে ১৪ লাখ ডলার পাঠাতে চেয়েছিল তারা। তবে ‘অপারেশনাল মিসটেকের’ কারণে ১৫ লাখের বদলে তাদের অ্যাকাউন্টে চলে যায় ১৭ কোটি ৬০ লাখ ডলার। ব্রিজ ক্যাপিটালের কাছ থেকে অর্থ ফেরত পেতে বাধ্য করার জন্য আদালতে মামলা করেছে তারা।

Related Posts

Leave a Reply