করোনায় দেউলিয়া পিৎজা হাট !

কলকাতা টাইমসঃ
নিজেদের দেউলিয়া ঘোষণা করলো পিৎজা হাটের একাংশ। মূলত মার্কিন কোম্পানি এনপিসি ইন্টারন্যাশনালের অধীনে থাকা ১২০০ পিৎজা হাট আউটলেটের ক্ষেত্রে ঘটেছে এই ঘটনা। তাদের বক্তব্য, করণাকালে গত মার্চ মাস থেকে দীর্ঘ লকডাউনের ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। যা সামলাতে ইতিমধ্যেই ১ বিলিয়ন ডলার ঋণের বোঝায় জর্জরিত হয়ে পরে এই কোম্পানি।
আমেরিকার ৩০ টি রাজ্যে এই কোম্পানির প্রায় ৩৬ হাজার কর্মচারী কাজ করেন। মার্কিন মুলুকে প্রায় ৭,১০০ পিৎজা হাটের আউটলেট রয়েছে।যদিও, নিজদের দেউলিয়া ঘোষণা করলেও এখনই সব আউটলেট বন্ধ করে দিচ্ছে না। তারা চাইছেন মার্কিন সরকার তাদের ঋণের বোঝা কমানোর ব্যবস্থা করুক। সেই মর্মে আবেদনও জানিয়েছেন তারা।