January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মেসিকে আজীবন রেখে দিতে চায় বার্সেলোনা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লতি মরসুমে ৩৯ ম্যাচে করেছেন ৪২ গোল। তার সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ এখনও দু’বছর বাকি। তবুও মেসিকে আটকে রাখতে আগেভাগেই চুক্তির নবীকরণ করতে চাইছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে যতদিন ইচ্ছা খেলার প্রস্তাব থাকবে তাঁর কাছে। সম্প্রতি ইএসপিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা মেসিকে সারাজীবনের জন্য চাই, সেটা খেলোয়াড় হিসেবেই হোক কিংবা ক্লাবের সঙ্গে অন্য ভাবে যুক্ত থেকেই হোক।’

উদাহরণ প্রসঙ্গে বলেন, ‘ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও সারাজীবন সান্তোসের হয়ে খেলেছেন।’ মেসির সঙ্গে নতুন চুক্তিই এখন বার্সেলোনার প্রধান ভাবনার বিষয়। আগের চুক্তি শেষ হওয়ার আগেই কাজটা সেরে রাখতে চায় তারা। এর আগে ইনিয়েস্তার সঙ্গে আজীবনের চুক্তি করেছিল বার্সা। কিন্তু তিনি এখন জাপানে। বার্সেলোনার হয়ে ৬৭৬ ম্যাচ খেলে ৫৯৪টি গোল করেছেন মেসি।

Related Posts

Leave a Reply