November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এখানে স্নান করলেই মিলবে ১০ হাজার টাকা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

এখানে স্নান করলে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠবে। মাথার চুল দাঁড়িয়ে পড়বে  সোজা। কারণ হলো জলের তাপমাত্রা যে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাতে ডুব দিলেই শুধু মাথার চুল দাঁড়িয়ে যাবে না  গোটা মাথায় বিছিয়ে থাকবে সাদা তুলার মতো বরফ। যাবেন নাকি এমন ‘পুলে’ ডুব দিতে? ইচ্ছে থাকলে চলে আসুন কানাডার ইওকনে।

ইওকনে একশোর বেশি এমন উষ্ণপ্রস্রবণ রয়েছে যেখানে বিভিন্ন তাপমাত্রার জলে স্নান করতে পারেন। ‘তাকহিনি’ তেমনই একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ।

জানা যায়, এই উষ্ণ প্রস্রবণে একসময় কানাডার ‘ফার্স্ট নেশন’-এর অধিবাসীরা স্নান করতেন। পরবর্তীকালে এই পুল ব্যবসায়িক হয়ে ওঠে।

১৯৪০ সালে এই পুলটিকে কাঠ এবং ক্যানভাস দিয়ে নতুন করে তৈরি করা হয়। আলাস্কা হাইওয়ে তৈরির সময় এখানে স্নান করতেন মার্কিন সেনা কর্মীরা।

১৯৫০ সাল থেকে এই পুলটির বিপুল বাণিজ্যকরণ হয়। এখন ইওকন শহরে তাকহিনি উষ্ণ প্রস্রবণ-সহ আরও অনেক পুল রয়েছে যেখানে প্রতি বছর স্নান করতে আসেন বহু পর্যটক।

শীতকালে এই পুলে নামলেই মাত্র ৬০ সেকেন্ডে মাথার চুল বরফে ঢেকে গিয়ে দাঁড়িয়ে যাবে। এই সময় তাপমাত্রা থাকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মৌসুমে এই উষ্ণ প্রস্রবণে ডুব দেয়ার দেওয়ার জন্য বিভিন্ন প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় জয়ীকে ১৫০ ডলার পুরস্কার দেওয়া হয়।

তবে, গ্রীষ্ম এবং শরতের সময় ‘তাকহিনি’ পুলের জলের তাপমাত্রা বাড়ে। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপামাত্রা থাকে এই প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে। অর্থাৎ সারা বছরই স্নানের নেশায় ভিড় দেখা যায় পর্যটকদের।

Related Posts

Leave a Reply