ইনিই ভারতের ব্যাট-ওম্যান !
কলকাতা টাইমসঃ
হাজার হাজার বাদুড়ের সঙ্গে একই ঘরেই জীবন যাপন! বিগত ২৫ বছর ধরে গুজরাটের রাজপুর গ্রামের বাসিন্দা ৭৪ বছর বয়সী শান্তাবেন প্রজাপতি বাদুড়ের সঙ্গেই বসবাস করে আসছেন। কোনো ঝামেলা ছাড়াই মহানন্দে ও নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা। জানা যায়, ১৯৯৪ সাল থেকে এই মাউস টেলড ব্যাটদের সঙ্গে বসবাস করেছন তিনি। যে কারণে গ্রামবাসীরা তাকে চামচিকেওয়ালা ঠাকুমা নামেই ডাকেন।
শান্তাবেনের বাড়ির একতলা ও দোতলায় একটি করে ঘর। প্রতিটি ঘরের চার দেওয়ালে বাদুড়গুলোর বাস। স্বভাব মতো সারা দিন ঘুমোনোর পরে সূর্য ডুবলেই খাদ্যের সন্ধানে বাড়ি ছেড়ে উড়ে যায় বাদুড়গুলো। রাতভর খাওয়া-দাওয়া সেরে ভোরবেলা আবার তারা ফিরে আসে। এই নিশাচরদের নিশ্চিন্তে থাকতে দিতে ঘর ছেড়ে বারান্দায় থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন শান্তাবেন। শান্তাবেনের কথায়, “ওদের ইচ্ছে হলে নিজেরাই এ বাড়ি ছেড়ে যাবে, আমি তারাবো না।”