ধুন্ধুমার কান্ড পাকিস্তানের পার্লামেন্টে !
কলকাতা টাইমসঃ
বাজেট পেশ করাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হল পাকিস্তানের পার্লামেন্ট।ঘটনার সূত্রপাত অটোকাল অর্থাৎ সোমবার। পাক পার্লামেন্টে বাজেট অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শেহবাজ শরিফ নিজের বক্তব্য রাখার সময় তাঁকে বাধা দেয় সরকারে থাকা পাকিস্তান পিপুলস পার্টির সদস্যরা। প্রবল হৈ হট্টগোলের মাঝে বন্ধ করে দেওয়া হয় সেদিনের অধিবেশন।
আজ অধিবেশনের শুরুতেই শেহবাজ শরিফকে বলতে দেওয়া হয়। আবারো তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে রীতিমতন সংঘর্ষ বেঁধে যায় শাসক এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে। একপক্ষ অপরপক্ষের দিকে বাজেটের নথি, বই সহ হাতের কাছে যা পায় তাই ছুড়ে মারতে শুরু করে। একসময় বড়ধরণের দুর্ঘটনা এড়াতে শেহবাজ শরিফকে ঘিরে রাখতে দেখা যায় দলীয় সাংসদদের। এমনকি স্পিকার আসাদেরও কন্ট্রোলের বাইরে চলে যায় গোটা ঘটনা।