বিনে পয়সায় ডেভিড আলবাকে মুক্তি দিলো বায়ার্ন মিউনিখ
কলকাতা টাইমসঃ
কোনোরকম ট্রান্সফার ফি ছাড়াই এই সময়ের সবচেয়ে সম্ভবনাময় ফুটবলার ডেভিড আলাবাকে ছেড়ে দিলো বায়ার্ন মিউনিখ। একইসঙ্গে তাকে কার্যত লুফে নিলো রিয়াল মাদ্রিদ। ২৮ বছর বয়সী এই অস্ট্রিয়ান ডিফেন্ডার অন্য কোথাও না গিয়ে রিয়েলে যোগ দেওয়ায় বোনাস হিসেবে তাঁকে দেড় কোটি ইউরো দেওয়ার কথা ঘোষণা করে মাদ্রিদ কতৃপক্ষ।
আগামী ৩০ জুন বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সম্ভবনাময় এই তরুণ ফুটবলারের। এর পরই রিয়েল মাদ্রিদে যোগ দেবেন আলাবা। বছরে সোয়া ১ কোটি ইউরো পারিশ্রমিকের বিনিময়ে রিয়ালে যোগ দিয়েছেন আলাবা। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়ে চ্যাম্পিয়নস লিগ, ১০টি বুন্দেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক ট্রফি জিতেছেন যুব দল থেকে উঠে আসা আলাবা।