বিবিসির সদর দফতরে বোমাতঙ্ক!
কলকাতা টাইমসঃ
বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি’র লন্ডনের অফিসের বাইরে একটি কমলা রঙের ভ্যানকে ঘিরে বোমা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশেপাশের রাস্তা বন্ধ করে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বম্ব স্কোয়াডের সদস্যরা।
স্থানীয় সময় দুপুরে পোর্টল্যান্ড প্লেসে বিবিসি অফিসের বাইরে পুলিশের একটি রোবটকে দেখা যায় ওই সন্দেহজনক ভ্যানের পেছনে বিস্ফোরক স্থাপন করতে। এর পর থেকেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। একটি সূত্রের খবর, দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়েছে সেখানে। এদিকে, বিবিসির ভবনটি এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কর্মীরা যেমন বাইরে বের হতে পারছেন না, তেমনি বাইরে থাকা কর্মীরাও ভেতরেও প্রবেশ করতে পারছেন না।