অস্তিত্ব সংকটে বিবিসি !
কলকাতা টাইমসঃ
অস্তিত্ব সংকটে বিবিসি! ব্রিটিশ সরকারের সঙ্গে বিবাদের জেরেই এমনটা ঘটতে চলেছে বলে খবর। আগামী ১০ বছরের মধ্যে নিশ্চিন্ন হতে পাড়ে বিবিসি। কথা প্রসঙ্গে এমনটাই ইঙ্গিত দিলেন ব্রিটেনের নব নিযুক্ত কালচারাল মিনিস্টার নাদিন ডরিস।
তিনি বলেন, “বিবিসি কি ১০ বছর পরও থাকবে? আমি জানি না… এই মুহূর্তে পরিবেশটা খুবই প্রতিযোগিতামূলক।” একই সঙ্গে তিনি দাবি করেছেন, তিনি বিবিসির সাথে যুদ্ধ করতে চান না। কিন্তু সেই সাথে তিনি এটাও বলেছেন যে, সরকারের সাথে ২০২২ সালের এপ্রিল থেকে পরবর্তী লাইসেন্স ফি-র নিষ্পত্তি ঘটাতে গেলে তাদের বিভিন্ন ‘পরিবর্তন’ আনতে রাজি হতে হবে।
ডরিস বলেন, ‘বিবিসির দৃষ্টিভঙ্গি হল আগে তাদের লাইসেন্সিং ফি মুকুব করতে হবে, তারপরে তারা কীভাবে পরিবর্তন আনতে চলেছে তা নিয়ে আমরা কথা বলব। আর আমার দৃষ্টিভঙ্গি হল-আমাকে আগে জানাতে হবে, কিভাবে আপনারা পরিবর্তন আনতে চলেছেন, তারপর ফি নিয়ে কথা হতে পারে।’