আন্দোলনরত ক্রিকেটারদের সমস্ত দাবি মেনে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড
কলকাতা টাইমসঃ
আগামীকাল শুক্রবার থেকে মাঠে ফিরছেন সাকিব-তামিমরা। বাংলাদেশের আন্দোলনরত ক্রিকেটারদের সমস্ত দাবি মেনে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ টালবাহানার পর গতকাল রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে বিসিবি।
গত সোমবার থেকে ১১ দফা দাবিদাবা নিয়ে আন্দোলন শুরু করেন বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটাররা। তাদের প্রধান ইস্যু ছিলো, বৈষম্যের। তাদের অভিযোগ সাকিব-তামিমদের চেয়ে কয়েকগুন বেশি টাকা পান তাদের ক্রিকেট বোর্ডের পরিচালকরা।
বাংলাদেশ দল বিদেশ সফরে গেলে, জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিদিন পারিশ্রমিক পান ৫০ ডলার করে। আর তাদের ক্রিকেট বোর্ডের পরিচালকরা সেখানে পেয়ে থাকেন ৫০০ ডলার। মাঠে নেমে লড়াই করার পরও তাদের প্রতি এই অবিচার মেনে নিতে পারেননি তারা।