November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনা রুখছে বিসিজি ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা রুখছে বিসিজি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন একদল মার্কিন গবেষক।তাদের দাবি, বিসিজি ভ্যাকসিন করোনা সংক্রমণের গতি অনেকটাই কমিয়ে দিতে সক্ষম। মূলত শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর জন্মের ১৫ দিনের মধ্যে তাদের বিসিজি টিকা দেওয়া বাধ্যতামূলক এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার শিশুদের।

গবেষকদের বক্তব্য, যে দেশগুলোতে বিসিজি টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, সেই দেশগুলোতে করোনা হানা দেওয়ার পর অন্তত প্রথম ২০ দিন সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই কম থাকে।ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথম ৩০ দিনে ১৩৫টি দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং ১৩৪টি দেশে দৈনিক মৃতের সংখ্যার তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। সায়েন্স অ্যাডভান্স’ নামে একটি মেডিকেল জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

Related Posts

Leave a Reply