কিম কার্দাশিয়ান হতে ৪ কোটি খরচ করলেন এই মডেলের
কলকাতা টাইমস :
কিম কার্দাশিয়ানকে ভালোবাসেন, মনে করেন আদর্শ। হতেও চেয়েছিলেন কিমের মতো। যেই ভাবা সেই কাজ। তিনি ব্রাজ়িলের মডেল জেনিফার পাম্পলোনা। প্রায় ৪ কোটি টাকা খরচ করে হয়ে গেলেন কিমের মতো দেখতে। মুখ, বুক, শিড়দাঁড়ায় অস্ত্রোপচারের পাশাপাশি ইঞ্জেকশন নেওয়া বা মেদ কমানো, কোনও কিছু বাকি রাখেননি বছর চব্বিশের এই মডেল। স্কুল জীবনে নাকি খুবই রোগা ছিলেন জেনিফা। সেজন্য বন্ধুরা তাঁকে নিয়ে হাসিহাসি করত। আর এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এখন তো জেনিফাকে রাস্তাঘাটে অনেকই কিম বলে ভুল করে বসেন। স্বাভাবিকভাবে খুশি জেনিফা।
কিমের মরুভূমিতে করা ফোটোশুটকে শ্রেষ্ঠ ছবি বলে মনে করেন জেনিফা। ছবিগুলিতে তিনি এতটাই মজেছিলেন যে কিমের কায়দায় তিনিও ফোটোশুট করেন। এপ্রসঙ্গে জেনিফা বলেন, “আমার কাছে মরুভূমিতে করা কিমের ফোটোশুটটি সেরা। আমিও ওভাবে ফোটোশুট করেছি। সেই ছবিগুলি দেখে নিজেকে সুন্দরী মনে হয়েছে।”
ব্রাজ়িলের সাও পাওলোতে বড় হয়েছেন জেনিফা। আর পাঁচজনের মতো জীবনযাপন করছিলেন। হঠাৎ সার্জারির ভূত মাথায় চাপে। ব্যাস সেই শুরু। অনেক পরে কিমকে ফলো করতে শুরু করেন। লোকে তাঁকে কিম বলে ভাবলে কেমন লাগে? প্রশ্নের উত্তরে জেনিফা বললেন, “কিম সুন্দরী দেখতে। লোকে আমাকে কিম বললে খুশি হই। তবে আমি আরও জনপ্রিয় হতে চাই।”