নিকট আত্মীয়ের রক্ত নেওয়ার আগে সাবধান, হতে পারে বিরল প্রাণঘাতী রোগ
কলকাতা টাইমস :
নিকট আত্মীয়দের কাছ থেকে রক্ত গ্রহণ করলে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ নামে একটি বিরল রোগ হতে পারে। এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভবনা ৮০ থেকে ৯০ শতাংশ।
এক সমীক্ষায় জানা গেছে, ভারত-বাংলাদেশের মতে দেশগুলোতে মোট সংগৃহীত রক্তের ৭০ ভাগ যেহেতু আত্মীয় পরিজনদের কাছ থেকে আসে। তাই দেশের অনেক মানুষেরই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।এছাড়াও রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে বেশ কিছু বাস্তব সমস্যাও আছে। চিকিৎসক এবং রোগীরা মনে করেন রক্তদানের পর গরম রক্তই ফ্রেশ ব্লাড। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল দাবি করেন তিনি। রক্তদানের পর অন্তত ১১ থেকে ১৪ দিন পর্যন্ত রক্ত ফ্রেশ থাকে।
কিন্তু বিজ্ঞান বলে, রক্ত ন্যুনতম ২৪ ঘণ্টা ফ্রিজে থাকলে অনেক ব্যাক্টেরিয়া, যেমন- সিফিলিস, নিস্ক্রিয় হয়ে যায়। তাই তথাকথিত ফ্রেশ ব্লাড ভাবনা থেকে ডাক্তার ও রোগীদের বিরত থাকা উচিত । হিমোগ্লোবিন কম থাকলে সাথে সাথেই রোগীদের রক্ত পরিসঞ্চালন সব সময় রোগীদের জন্য উপকারি তো নয়ই বরং অনেক ক্ষেত্রে তা ভয়াবহ হতে পারে।