সাবধান ! এভাবে আরশোলা তাড়াতে গেলে কিন্তু বিপদ আপনারই
কলকাতা টাইমস :
আরশোলা দেখলেই অনেকের গা শিউরে ওঠে। কিন্তু আরশোলা একবার বাড়িতে জায়গা করে নিলে, তার বংশবৃদ্ধির চোটে হিমশিম খেতে হয়। সে কারণে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে অনেকেই আরশোলা তাড়ানোর চেষ্টা করেন।
আরশোলার জ্বালায় অতিষ্ঠ হয়ে অস্ট্রেলিয়ার এক ব্যক্তি পোকা মারার ওষুধ ব্যবহার করেন। তিনি বোতলের পরে বোতল আরশোলা মারার ওষুধ স্প্রে করতে থাকেন। কিন্তু সেই ওষুধের শিকার হন নিজেই।
জানা গেছে, স্প্রের মাত্রা বেশি হওয়ায় তার রান্নাঘরে আগুন ধরে যায়; পরে বিস্ফোরণ ঘটে। রান্নাঘরসহ বাড়ির একটি দেওয়ালও ভেঙে পড়ে ওই বিস্ফোরণে।
শুধু বাড়ির ক্ষতি নয়। ওই ব্যক্তির হাত ও মাথাতেও চোট লেগেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে কারণে আরশোলা মারার সময় সাবধান থাকবেন!