সাবধান! রাস্তায় করোনা ভাইরাস
কলকাতা টাইমসঃ
রাস্তায় বেরোলেই করোনার কবলে পড়তে পারেন। তাই দেশ জুড়ে চলছে লকডাউন।এরপরও রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অসচেতন কিছু মানুষকে। তাদের সমঝে দিতেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেলো করোনা ভাইরাসকে! আসলে ভাইরাসের আদলে তৈরী একটি গাড়ি।
হায়দরাবাদের এক গাড়ি মিউজিয়ামের মালিক সুধাকর করোনা ভাইরাসের আদলেই বানিয়ে ফেলেছেন একটা আস্ত গাড়ি। ১০০ সিসি’র এই গাড়ি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চলতে পারে। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়া মানুষকে সচেতন করাই তার মূল উদ্যেশ্য। এর আগে এইচআইভির সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং ট্রাফিক আইন মেনে সকলকে হেলমেট পড়তে বলেও এমনই অভিনব পন্থা নিয়েছিলেন সুধাকর।