January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সাবধান! এরকম দেখেত পুরুষরাই কিন্তু স্বার্থপর

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

প্রতিটি মানুষের কাছেই বাহ্যিক সৌন্দর্য্যটাই অনেক বেশি গুরুত্ব। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য্যটাই আসল হয়ে দাঁড়ায়। বিশেষ করে একজন মহিলার কাছে বরাবরই একজন সুদর্শন পুরুষ বেশি আকর্ষণিয়। যার ফলে তারা সুদর্শন পুরুষের প্রেমে খুব সহজেই মজে যান। যার ফলশ্রুতিতে পরবর্তীতে শতভাগ ধোকা খাওয়ার সম্ভাবনাটাই স্পষ্টত।

কেন না, এক ঘবেষণায় দেখা গেছে, সুদর্শন পুরুষরাই সব থেকে বেশি স্বার্থপর ও ধোকাবাজ হয়ে থাকে। ব্রানেল ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত এক গবেষণায় এমন তথ্যই জানা গেছে।

জানা গেছে, মনস্তত্ত্ব গবেষকরা তাদের এ গবেষণার জন্য প্রথমে ১২৫ জন মহিলার ও পুরুষকে বেছে নিয়েছিলেন।

এরপর সুদর্শন ও আকর্ষণীয়তা পরিমাপে গবেষকরা থ্রিডি স্ক্যানার দিয়ে অংশগ্রহণকারীদের কোমর, কৃশতা, বুকের মাপ নির্ণয় করেছেন।

এরপর ওই নারী ও পুরুষদের দুই ভাগে বিভক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে স্বার্থপরতা, অসমতা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণমূলক কিছু প্রশ্ন সরবরাহ করা হয়।

এ গবেষণার প্রধান সমন্বয়ক ড. মাইকেল প্রাইস বলেন, ‘আমরা দেখতে পেয়েছি সুদর্শন পুরুষ ও নারীরা তুলনামূলকভাবে পরার্থকামী ও সমানাধিকারে বিশ্বাসী। এদের মধ্যে আবার পুরুষরা তাদের লক্ষ্য অর্জনে বেশি স্বার্থপর।’

Related Posts

Leave a Reply