January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাবধান এখানে সেলফি নিলেই জরিমানা ১২০০

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মুম্বাইতে ১৬টি এলাকায় সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে। সেলফি তুলতে গিয়ে কয়েকজনের মৃত্যু হওয়ার ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রায় ১২৫ কোটি মানুষের দেশ ভারত স্মার্টফোনের একটি বড় বাজার। ভূ-বৈচিত্রময় এ দেশটিতে সেলফি তোলার প্রবণতাও অনেক বেশি। এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে সেলফি তুলে থাকেন।

এদিকে ২০১৪ সালে সেলফি তুলতে গিয়ে ১৯, চলতি মাসের শুরুতে ১ ও গত মাসে ১জন সেলফি তুলতে গিয়ে মারা যায়।

এসব ঘটনাকে উপজিব্য করে মুম্বাই পুলিশ সম্প্রতি সেখানকার ১৬টি স্থানে সেলফি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সাগরের তীর ঘেঁষা যেসব পর্যটন এলাকায় কোনো রেলিং নেই ওই সব এলাকাগুলোই মূলত এর আওতাভুক্ত।

মুম্বাই পুলিশের কর্মকর্তা ধনঞ্জয় কুলকার্নি জানিয়েছেন, নিষিদ্ধঘোষিত এসব এলাকায় সেলফি তুললে ১২শ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। নিষেধাজ্ঞার পাশাপাশি পুলিশ বিভিন্নস্থানে সচেতনমূলক প্রচারণাও চালাবে।

Related Posts

Leave a Reply