এদের সঙ্গে প্রেম করলেও বিয়েতে সাবধান!
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আপনি দেখতে অনেক সুন্দর। ছোট বেলা থেকেই হয়নি নিজের সম্পর্কে এমনটাই জেনে এসেছেন। আর যুবক হওয়ার পর অন্তত এমনটাই শুনতে শুনতে অভ্যস্থ হয়ে গেছেন। অথবা আয়নার সামনে দাঁড়িয়ে আপনারও সেটাই মনে হয়। মনে হওয়ারই কথা, কারণ মেয়েরা আপনার মতো হ্যান্ডসাম ছেলেদের প্রেমেই বেশি পড়ে। কিন্তু এক গবেষণায় দেখা গেছে কর্মজীবনে হ্যান্ডসাম ছেলেরাই উন্নতি করতে পারছে না। আপনি যদি অবাক হন, তাহলে বলি, এটাই সত্যি এবং প্রমাণিত সত্যি।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্কুল অফ ম্যানেজমেন্ট এবং ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড মিলিতভাবে এই বিষয়ে গবেষণা করেছে। আর তারপর তাদের রায় এটাই যে, হ্যান্ডসাম বলেই একজন পুরুষ কর্মজীবনে বা অফিসে অতটা সাফল্য পাচ্ছেন না, ঠিক যতটা তাঁর পাওয়া উচিত। হয় তিনি চাকরিই পাচ্ছেন না। অথবা, তাঁর প্রোমোশন হচ্ছে না। কিংবা, তিনি ভালো কাজ করলেও, কপালে সেই বকাই জুটছে! এই গবেষণার প্রধান প্রোফেসর সান ইয়ং লি বলেছেন, “আমরা গবেষণা করে দেখেছি, কর্পোরেট সংস্থাগুলিতে সাধারণত যাঁরা উঁচু পদে বসে থাকেন, তাঁরা চান না, তাঁদের থেকে দেখতে সুন্দর কোনও পুরুষ মানুষকে অফিসে নিয়োগ করতে। মহিলা হলে, তাঁরা অন্য মত পোষণ করেন। কিন্তু পুরুষ, তাঁদের থেকে দেখতে খারাপ হলেই, তাঁকে নিয়োগ করা খানিকটা নিরাপদ!” বুঝুন কাণ্ড। তাহলে এবার কী করবেন? ইন্টারভিউয়ের দিন তবে কি এবার একটু অগোছালোভাবে যাওয়াটাই ঠিক হবে? গবেষকরা যে এমনটাই বলছেন। তাই হ্যান্ডসাম ছেলেদের সঙ্গে প্রেম করলেও বিয়ে না করাই ভাল। কারণ এমন কর্মে যে ভালো তাকেই বিয়ে করা উচিত। তা না হলে দাম্পত্য জীবন সুখী হবে না।