সাবধান : নিকট আত্মীয়ের কাছ থেকে রক্তগ্রহণ না করাই শ্রেষ্ঠ
কলকাতা টাইমস :
নিকট আত্মীয়দের কাছে রক্তগ্রহণ না করার পরামর্শ দিয়েছেন হেমাটলজি বিশেষজ্ঞরা। কারণটা অবশ্যই চিন্তার। কারণ তারা জানাচ্ছেন নিকট আত্মীয়দের কাছ থেকে রক্তগ্রহণ করলে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ নামে বিরল রোগ হতে পারে। এ রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা ৮০-৯০ শতাংশ।
আত্মীয় পরিজনদের কাছ থেকে রক্ত নেওয়ায় অনেক মানুষেরই গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। চিকিৎসক এবং রোগীরা মনে করেন রক্তদানের পর গরম রক্তই ফ্রেশ ব্লাড। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। রক্তদানের পর অন্তত ১১-১৪দিন পর্যন্ত রক্ত ফ্রেশ থাকে।
রক্ত ন্যূনতম ২৪ ঘণ্টা ফ্রিজে থাকলে অনেক ব্যাকটেরিয়া, যেমন- সিফিলিস, নিষ্ক্রিয় হয়ে যায়। তাই ফ্রেশ ব্লাড পরিসঞ্চালন থেকে সব ডাক্তার এবং রোগীদের বিরত থাকার জন্য বলছে হেমাটলজি বিশেষজ্ঞরা।