সাবধান: এই মোবাইলগুলো অল্প বয়সেই মৃত্যু ডেকে আনবে!
কাউকে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ে বাজারে সবথেকে বেশি কোন পণ্যটি বিক্রি হচ্ছে? খুব সহজেই তিনি উত্তরটা দিয়ে দিবেন। আর সেই পণ্যটি হল মোবাইল ফোন। এই পণ্যটির বিক্রি বর্তমানে এতো প্ররিমানে বেড়েছে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ আবার আমির থেকে শুরু করে ফকির সবার কাছেই পাওয়া যাবে। আবার অনেক যুবকের কাছে প্যান্টের পকেট কম পরে যাচ্ছে এই মোবাইলটি রাখার জন্য।
একটি পরিসংখ্যানে বলা হয়েছে, প্রতি ১০০টি ঘরে বর্তমানে মোবাইলের সংখ্যা প্রায় ১৫০টিরও বেশি। বাড়ির সবথেকে ছোট সদস্যটির কাছে এখন সবথেকে প্রিয় জিনিস মোবাইল ফোন। ‘হ্যালো’ বলার আনন্দ ওদের কাছে পুতুল নিয়ে খেলার থেকেও বেশি। আরেকটু বড়দের কাছে এই মোবাইল ফোটি তার একমাত্র খেলার সাথি।
তবে, জেনে রাখা ভাল, এমন ফোন বাচ্চাদের তো নয়ই নিজেদেরও ব্যবহার করা ঠিক নয়। যার কিছু প্রভাব আপনার শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকারক হতে পারে। এমনকি এই ফোনের প্রভাবে অনেক অল্প বয়সেও মৃত্যুর ঝুকি থাকে। এমন ৫টি ক্ষতিকারক ফোনের নাম দেয়া হল-
1) Motorola Droid Maxx
2) Motorola Droid Ultra
3) Motorola Moto E
4) Alcatel One Touch Evolve
5) Huawei Vitria