আকাশে ‘মোস্ট ডেজলিং শো’, দেখবেন নাকি !
কলকাতা টাইমস :
আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই সময় আকাশে চাঁদের এতো অপরূপ ছবি ফুটে উঠবে যেনাসা একে ‘মোস্ট ডেজলিং শো’ নাম দিয়েছেন। যা মন্ত্রমুগধ করবে বিশ্বকে। গ্রহণ শুরু হচ্ছে ২০ জানুয়ারি ভারতের সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আর শেষ হচ্ছে ২১ জানুয়ারি বেলা ৯টায়। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১,১৯৫৩। তবে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।